Monday 30 April 2012

ইন্টারনেট স্পীড ২০% বাড়িয়ে নিন

মাইক্রোসফট উইন্ডোজ তাদের প্রোডাক্ট আপডেট করার জন্য ২০% ইন্টারনেট স্পীড ডিফল্ট ভাবে রেখে দেয়। এটা অফ করে দিলে আপনার নেট স্পীড ২০% বেড়ে যাবে। 

যেভাবে করবেনঃ




1.  স্টার্ট মেনু থেকে Run এ ক্লিক করুন।

gpedit.msc টাইপ করে এন্টার দিন।



2.  তারপর group policy editor ওপেন হবে. এখন,


Local Computer Policy > Computer Configuration > Administrative Templates > Network >
QOS 

Packet Scheduler > Limit Reservable Bandwidth

3.  Limit Reservable bandwidth এ ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে।


এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % এ গিয়ে 0 লিখে দিন।


OK করে বের হয়ে আসুন।


এখন তাহলে আর আপনার কম্পিউটারে আর 20% স্পিড রিসার্ভ করা থাকবেনা।













No comments:

Post a Comment