Monday, 14 May 2012

ট্যুইস্টেড পেয়ার ক্যাবল


ট্যুইস্টেড পেয়ার ক্যাবল দুই দরনের হয়ে থাকে।
  1. ১. শিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবল
  2. ২. আনশিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবল

  3. শিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবল
শিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবলে প্রতিটি ট্যুইস্ট জোড়া থাকে একটি করে শক্ত আচ্ছাদনের ভেতর। ফলে ইলেকট্রিক ইন্টারফের‌্যান্স অনেক কম থাকে। এই ক্যাবলের ডাটা ট্রান্সফার স্পীড ৫০০ এমবিপিএস হয়ে থাকে।

আনশিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবল

আনশিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবলে পেয়ারের বাইরে অতিরিক্ত কোন শিল্ডিং থাকে না কেবল বাহিরে একটি প্লাষ্টিকের জেকেট থাকে। এই ক্যাবলের ডাটা ট্রান্সফার রেট ১৬ এমবিপিএস।

No comments:

Post a Comment